ঢাকামঙ্গলবার , ১৭ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ খবর

যোদ্ধাদের প্রতি কাবুলের জনসাধারণের ঘরে প্রবেশ নিষেধ করেছে তালেবান


আগস্ট ১৭, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবানের সামরিক প্রধান মোল্লা মোহাম্মদ ইয়াকুব তালেবান যোদ্ধাদের জনসাধারণের ঘরে প্রবেশ না করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার এক অডিও বার্তায় এই নির্দেশ দেন তিনি।

অডিও বার্তায় তিনি বলেন, ‘কেউই বিশেষ করে কাবুলে অন্য কারো ঘরে প্রবেশ করতে পারবে না।’ পাশাপাশি কোনো ব্যক্তির কাছ থেকে অন্য কেউ গাড়িসহ বিভিন্ন বাহন নেয়ার বিষয়ে নিষেধ করেন তিনি।

এর আগে আফগানিস্তানের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে কাজ যোগ দেয়ার জন্য তালেবানের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। অপরদিকে নারী কর্মকর্তা-কর্মচারীদেরও তাদের নির্ধারিত দায়িত্ব পালনের জন্য কাজে যোগ দেয়ার আহ্বান জানান।

দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।

এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।