ঢাকাসোমবার , ১৬ আগস্ট ২০২১

‌ডেঙ্গু‌তে গত ২৪ ঘন্টায় আরও ১৯৮ জন রোগী হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছেন।


আগস্ট ১৬, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সা‌ফিউল আজীম খানঃ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১৯৮ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগী ১৮৯ জন এবং অন্যান্য জেলা ও বিভাগে নতুন ভর্তি হয়েছে ৯ জন। আজ রবিবার পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪২ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল থেকে পাঠানো ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগী বিষয়ে সর্বশেষ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

হাসপাতালে আজও ২০৪ ডেঙ্গু রোগী ভর্তি

তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি ৮৯ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত (১৫ আগস্ট) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ছয় হাজার ১০০ জন। একই সময়ে ছাড়প্রাপ্ত পেয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার ২৬ জন।

 

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।