ঢাকাসোমবার , ১৬ আগস্ট ২০২১

আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন, এান বিতরণ ও দোয়া মাহফিল।


আগস্ট ১৬, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ শামীম আহমেদঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ঢাকার আশুলিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক নেতা, পুলিশ ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।

দিবসটি উপলক্ষে রোববার আশুলিয়া প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।

এসময় জেলা ও থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির জনকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দুপুর সোয়া ১২ টার দিকে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফিরোজ কবির, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম,তার সাথে উপস্থিত ছিলেন।

এদিকে, আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে নরসিংহপুর বটতলা এলাকায় জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়। এসময় আশুলিয়া থানা যুবলীগের আহব্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম-আহব্বায়ক মঈনুল ইসলাম ভূইয়া, থানা যুবলীগ নেতা সালাউদ্দিন সরকার, মাহাবুব সরকার, আমিনুল সরকার,ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমিন সরকার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ঈসমাইল হোসেন বকুল ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লা, মোঃ শাহীন সরকার,সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মন্ডল ও ত্রাণ বিষয়ক সম্পাদক জুয়েল রানা, মোঃ রনি সরকার, আলামিন মোল্লা, শামীম মাস্টার, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। পরিশেষে মোনাজাত করে সকলের জন্য দোয়া করা হয় ও তোবারক সহ এান বিতরণ করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।