ঢাকাশুক্রবার , ১৩ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক।


আগস্ট ১৩, ২০২১ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

সাভার: ঢাকার আশুলিয়ায় গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-৪)। বুধবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন, অসীম আলী (২৭), মোঃ আপন ইসলাম (২০) ও মোঃ দেলোয়ার হোসেন (১৮)। তাদের সকলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে ২০.৩৮ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। এসময় তিনটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটকেরা রাজধানীর বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতে বলে জানায় র‍্যাব।

র‍্যাব-৪ সিপিসি-২ কমান্ডার রাকিব হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।