এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটির নানাবাড়ি ইসলামপুর উপজেলার বানিয়াবাড়ি গ্রামে। কয়েক দিন আগে সে নানাবাড়িতে বেড়াতে যায়। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটি একটি আপেল খাচ্ছিল। এ সময় আপেলের একটি টুকরো তার গলায় আটকে যায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মহসীনা বেগম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।