ঢাকারবিবার , ৮ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

আজ শেখ ফজিলাতুন নেছার শুভ জন্মদিন।


আগস্ট ৮, ২০২১ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ সাফিউল আজীম খানঃ

শুভ জন্মদিন শুভ জন্মদিন
বছর ঘুরে ঘুরে আসোক না
বার বার তোমার জন্মদিন,

এ দিনে এসেছিলে তুমি এ ভূবনে,
দু-চোঁখ মেলে প্রথম দেখে ছিলে
মাগো তোমার মায়ের হাসি মুখ।

এত কষ্টের মাঝেও মা আনন্দে উন্মুখ
মাগো এখন তুমি আছো আমাদের
থেকে অনেক দুরে।

মাগো এখন তুমি কাছে থাকলে ধন্য হতাম তোমার মায়াবী পরশে,
বাস্তবতা আজ আমায় দিল ঠেলে
তুমি হতে অনেক দুরে ফেলে।

আজ ক্ষণে ক্ষণে পড়ছে মনে
শুধুই তুমি বঙ্গমাতার কথা,

ইচ্ছে হয় উড়াল দিয়ে লুকিয়ে
তাকি তুমি মায়ের আঁচলে,
চুপটি করে ঘুমাই মাগো তোমার
হাসিমাখা মায়াবি কোলে।

মাকে খুব আজ পড়ছে মনে
বঙ্গমাতা তোমার শুভ জন্মদিনে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।