ঢাকাবৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ খবর

তাপ বিদুৎ কেন্দ্রের কাছাকাছি দাবানল


আগস্ট ৫, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা প্রদেশের তুর্কেভলেরি জেলার কেমারকয় তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছাকাছি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। বুধবার এ কারণে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র বাতাসের কারণে বাধাগ্রস্ত হচ্ছে আগুন নেভানোর কার্যক্রম।

খবরে আরও বলা হয়, বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিস্ফোরক উপকরণও। এ ছাড়া কেন্দ্রের চারপাশে অগ্নিনির্বাপক গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

দেশটিতে এ পর্যন্ত ১৬৭টি দাবানল নেভানো হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বেকির পাকদেমিরলি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।