পাবনার বেড়া উপজেলায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে মাদ্রাসার এতিম শিশু,নদী ভাঙ্গন অঞ্চলের দরিদ্রদের মাঝে খাবার বিতরণ থেকে শুরু করে এবার তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে খাবার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থী সহযোগিতা সংগঠন। এ সময় প্রায় অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের মানুষদের খাবার খাওয়ানো হয়। সার্বিক দিকগুলো তদারকি করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মেহেরাব হোসেন জিম। নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করে যাওয়া শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের স্বেচ্ছাসেবী কাজের প্রসংশা করছেন সচেতন মহল।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।