তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা প্রদেশের তুর্কেভলেরি জেলার কেমারকয় তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছাকাছি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। বুধবার এ কারণে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র বাতাসের কারণে বাধাগ্রস্ত হচ্ছে আগুন নেভানোর কার্যক্রম।
খবরে আরও বলা হয়, বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিস্ফোরক উপকরণও। এ ছাড়া কেন্দ্রের চারপাশে অগ্নিনির্বাপক গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
দেশটিতে এ পর্যন্ত ১৬৭টি দাবানল নেভানো হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বেকির পাকদেমিরলি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭