ঢাকা-মাওয়া-ভাঙ্গা দ্রুতগতির সড়কে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায়ের দায়িত্ব পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি)।
বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এদিন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কেওআইসিএ) অর্থায়নে বাস্তবায়নাধীন 'ঢাকা-মাওয়া-ভাঙ্গা' এক্সপ্রেসওয়ের টোল আদায় কার্যক্রম, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) কার্যক্রম পরিচালনা এবং এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনকে (কেইসি) নিয়োগের নীতিগত অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, এক্সপ্রেসওয়ে ছাড়াও তিনটি ব্রিজ রয়েছে। গাড়িগুলোকে এক জায়গায় টোল দিতে হবে। গাড়ির সামনে একটি স্টিকার থাকবে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেটি স্ক্যান করে যানবাহনের মালিকের হিসাব থেকে টোলের অর্থ কেটে নেয়া হবে। এর জন্য গাড়ি থামানোর প্রয়োজন হবে না।
তিনি আরো বলেন, কোরিয়ান প্রতিষ্ঠান তাদের দেশে ৪ হাজার ১১২ কিলোমিটার এক্সপ্রেসওয়ে ও ১ হাজার ৩২৯ কিলোমিটার ব্রিজের টোল আদায় ও রক্ষণাবেক্ষণ করে।।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭