আফগানিস্তানের জালালাবাদে তালেবানবিরোধী বিক্ষোভে গুলি চলেছে। এতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
খবরে জানানো হয়েছে, জালালাবাদের বাসিন্দাদের একটি বড় অংশ ওই বিক্ষোভে যোগ দিয়েছেন। আফগানিস্তানের জাতীয় পতাকা পরিবর্তন করে তালেবানের পতাকা উত্তোলন করার পর ওই বিক্ষোভ ছড়িয়ে পরে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ওই বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, হাজার হাজার মানুষ আফগানিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করে বিক্ষোভে যোগ দিয়েছেন।
তারা জালালাবাদের একটি চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করেন। তবে সেখানে বাধা দেয় তালেবান মিলিশিয়ারা।
উল্লেখ্য গত রোববার কাবুল দখল করে নেয় উগ্রপন্থী সংগঠনটি। এ নিয়ে পুরো আফগানিস্তানজুড়েই চাপা আতঙ্ক বিরাজ করছে। বুধবারও দেশটি ছেড়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। তবে এবারই প্রথম কোনো শহরকে প্রতিবাদ জানাতে দেখা গেলো।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭