নাম প্রকাশে অনিচ্ছুক উর্ধ্বতন তালেবান কর্মকর্তা রয়টার্স নিউজ এজেন্সিকে বলেন, “ধীরে ধীরে, ধীরে ধীরে বিশ্ব আমাদের সকল নেতাদের দেখবে, গোপনীয়তার কোন ছায়া থাকবে না।”
আফগানিস্তানের তালেবান নেতারা নিজেদেরকে বিশ্বের সামনে তুলে ধরবে, ইসলামী আন্দোলনের একজন কর্মকর্তা বলছেন, গত ২০ বছরের মতো নয়, যখন এর নেতারা অনেকটা গোপনে জীবনযাপন করেছেন।
কর্মকর্তা বলছেন, তালেবান সদস্যদের তাদের সাম্প্রতিক দেশের অভিযান উদযাপন না করার নির্দেশ দেওয়া হয়েছে, যা তাদের রাজধানী কাবুলে নিয়ে এসেছে এবং যোগ করেছে যে বেসামরিকদের অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করা উচিত।
কাবুল বিমান বন্দরে এখনো শরনার্থীদের ভীড়। পশ্চিমা নিরাপত্তার এক কর্মকর্তা রয়টার্স বার্তা সংস্থাকে বলেছেন, আফগানিস্তান থেকে এখন পর্যন্ত ২,২০০ এরও বেশি কূটনীতিক এবং অন্যান্য বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭