কক্সবাজার জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি নাদিম আলীর নেতৃত্বে, পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, রামু থানাধীন কক্সবাজার টু চট্টগ্রামগ্রামী মহাসড়কস্ত রামু ফুটবল চত্বর সংলগ্ণ নির্মাণাধীন রেল ক্রসিং ব্রিজের নিচে পাকা রাস্তার উপর হতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃত আসামি ছোট ঢেমশা (০৬) নং ওয়ার্ড থানা সাতকানিয়া জেলা চট্টগ্রাম এর মজনু আলম (৪৪) পিতা মোঃ ফজৌল কবির । মঞ্জুরুল আলম মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৫০০০ পঁচিশ হাজার পিস ইয়াবা সহ মাদক স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয় ।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭