গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশন এলাকায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, সাড়ে ১১টার দিকে ট্রেনটি ধীরাশ্রম স্টেশন এলাকায় পৌঁছার আগেই ইঞ্জিন লাইনচ্যুত হয়। এর ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা থেকে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭