ঢাকার অদূরে সাভার উপজেলার আশুলিয়া থানার শিল্পাঞ্চল আশুলিয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির চিত্র সাংবাদিক মনির হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
শনিবার (৩১শে জুলাই -২০২১) বেলা ১১টায় আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে বাইপাইলের আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার মোজাফ্ফর হোসেন জয়ের নেতৃত্বে এবং আশুলিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটনের সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা এসময় বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির চিত্র সাংবাদিক মনির হোসেনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ।
সমাবেশে এসময় সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার (৩০শে জুলাই) বিকেলে শিল্পাঞ্চল আশুলিয়ার ডেন্ডাবর আমিন মডেল টাউন এলাকায় একটি ‘অনুমোদনহীন’ বহুতল ভবনের সংবাদ সংগ্রহ করতে গেলে সন্ত্রাসী হামলা ও মারধরের শিকার হন বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির চিত্র সাংবাদিক মনির হোসেন।
এ’ঘটনায় ওইদিনই দুজনকে আটক করে পুলিশ। ঘটনায় চিত্র সাংবাদিক মনির হোসেন বাদী হয়ে
৩ জনের নাম উল্লেখ সহ অঞ্জাতনামা ৮জনের নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন । এঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। বাকী আসামি ধরা না পযন্ত এ বিক্ষোভ চলবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭