জালালাবাদে বিক্ষোভ চলাকালে বন্দুকযুদ্ধে কমপক্ষে দুইজন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আল জাজিরার রব ম্যাকব্রাইড, কাবুল থেকে রিপোর্ট করে বলেছে যে জালালাবাদের বাসিন্দাদের "মোটামুটি বড় অংশ" তালেবান ব্যানারে শহরে আফগানিস্তানের জাতীয় পতাকা প্রতিস্থাপনের প্রতিবাদ করছে।
তিনি বলেন, "আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে, হাজার হাজার মানুষ জাতীয় পতাকা নাড়ালে রাস্তায় প্রতিবাদ করছে"।
"আমরা জানি যে তারা আবার পতাকা জালালাবাদের একটি গুরুত্বপূর্ণ চত্বরে রেখেছে এবং তালেবানদের সাথে সংঘর্ষ হয়েছে।"
এদিকে, পশ্চিমা দেশগুলো সরিয়ে নেওয়ার প্রচেষ্টা জোরদার করায় এবং তালেবান আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের নারীর অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাধারণ ক্ষমার প্রতিশ্রুতি দেয়ায় কাবুল থেকে শত শত বাস্তুচ্যুতদের নিয়ে আসা বিমানগুলো যুক্তরাজ্য ও জার্মানিতে পৌঁছেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭