রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গ্লোব ফার্মাসিউটিক্যালসের একটি গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৮ জুন) বিকাল ৫টা ৩৯ মিনিটে গ্লোব ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, গোডাউনে থাকা একটি ফটোকপি মেশিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এসব বিষয়ে পরে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।