সাভারে দ্রুতগামী ট্রাকের চাপায় রাশিদুর রহমান রওশন নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সাভারের সিএন্ডবি- কলমা এলাকার আশুলিয়া বাইপাসে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাশিদুর রহমান (২৬) সাভারে সিএন্ডবি এলাকার মিজানুর রহমানের ছেলে। সাভার মডেল থানার এসআই আলমগীর জানান, বিকেলে সিএন্ডবি এলাকার আশুলিয়া বাইপাসে মোটরসাইকেলে যাচ্ছিলেন রওশন।
তিনি ১নং কলমা এলাকায় পৌছালে পিছনে থাকা দ্রুতগামী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে।
নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭