লঞ্চে মোটরসাইকেল নিয়ে যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে বিআইডব্লিউটিএ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংস্থাটি এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে চলমান লকডাউন আট দিনের জন্য শিথিল করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী দিয়ে বাস, ট্রেন ও লঞ্চ পরিচালনার জন্য সরকারের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। যদিও এসব গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭