শনিবার সকাল ১১.০০টায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে করোনাকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার পক্ষ থেকে ৫০০ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার আহ্বায়ক আহবায়ক হযরত আহম্মেদ সাকিব ও সঞ্চালনা করেন সদস্য সচিব আমিনুল হক রোমান।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার যুগ্ম আহবায়ক এ কে এম দেলোয়ার হোসেন ও জেলা শাখার সদস্য আব্দুস ছালাম খান সহ স্থানীয় বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিতরনের প্রথম ধাপে তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ১৬০টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭