ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর ছাত্রদলের কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ইউনিটে দুই (২) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কমিটির অনুমোদন দেন।
মহানগর ছাত্রদল পূর্বে আহ্বায়ক পদে শেখ খালিদ হাসান, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন, পশ্চিমে মহসিন সিদ্দিক রনি ও আশরাফুল হাসান মামুন, উত্তরে জসিম সিকদার রানা ও রুহুল আমিন সোজেল, দক্ষিনে শাহ আলম ও মো. নিয়াজ মাহমুদকে সদস্য সচিব পদে রাখা হয়েছে।
ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭