দেশে করোনায় একদিনে আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৭৭৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ৩০ হাজার ৪২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫০৯ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৫৬৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৩৮৫টি নমুনা সংগ্রহ এবং ৩০ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৬ লাখ ৭০ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
এদিকে বিভাগ ভিত্তিক শনাক্তের হার বিশ্লেষণে দেখা যায়, দেশের মোট শনাক্তের ৪৫ দশমিক ২৭ শতাংশ রোগী রয়েছেন ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৩০ জন। শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৪১ জন। এই বিভাগে শনাক্তের হার ২৫ দশমিক ৬৯ শতাংশ। আগের দিনের চেয়ে ২ শতাংশের বেশি রোগী বেড়েছে। ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্তের হার ২২ দশমিক ৩৫ শতাংশ। মারা গেছে ১৩ জন।
ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৬ জন। শনাক্ত রোগীর সংখ্যা ২৭০ জন। শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। চট্টগ্রামে মারা গেছেন ২৪ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫৫ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৩৬ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ২৪ জন। শনাক্ত হয়েছে ৮৫১ জন। শনাক্তের হার ২৪ দশমিক ৪১ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ৯ জন। শনাক্তের সংখ্যা ৭১৫ জন। শনাক্তের হার ৩৪ দশমিক ৭৯ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৩৫ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২০১ জন। শনাক্তের হার ৩৮ দশমিক ১৮ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ২ জন। শনাক্তের সংখ্যা ২৪৮ জন। শনাক্তের হার ৩৪ দশমিক ৭৩ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন ২ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৩০২ জন। শনাক্তের হার ৩৪ দশমিক ৬৩ শতাংশ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭