ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর সেই খুশিকেই মাটিচাপা দিতে হয়েছে দীর্ঘ একটি বছর। কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রথম থেকেই সংক্রমণ প্রতিরোধে গত বছরের ঈদুল ফিতর থেকে এ বছরের ঈদুল ফিতর পর্যন্ত করা নিষেধ ছিল একত্রিত হয়ে ঈদের মাঠে সালাত আদায়ের ব্যপারে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও যখন মহামারীতে পরিণত হয়েছে ঠিক তখনই চলে এসেছে ঈদুল আযহা। আর এই ঈদুল আযহার সালাত মসজিদে নাকি ঈদগাহ মাঠে! এ নিয়ে সংশয়ে ছিল গ্রামবাসী। অবশেষে স্বাস্থ্য বিধি মেনে পাবনার সাঁথিয়া থানার অর্ন্তগত করমজা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আযহার নামাজ। যাতে করে সন্তুষ্ট প্রকাশ করছে এলাকাবাসী। তবে প্রতিবারের মতো এবার আনুষ্ঠানিকতা তেমন না থাকলে ও গ্রামবাসী মিলে এক জায়গায় সম্মিলিত ভাবে ঈদের নামাজ পড়তে পেরে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। পরবর্তীতে ও এমন ভাবে যেন সম্মিলিত ভাবে গ্রামবাসী মিলে এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে পারে এমন প্রত্যাশা সবার।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭