ঘরে ডুকে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ ঢাকার আশুলিয়ায় অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে সাগর (২২) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে। সোমবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকার শান্তিনগর সেলিম মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি বাইপাইলে ওই বাড়িতে ভাড়া থাকতো। ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী ওই একই বাড়িতে ভাড়া থাকতেন। অভিযুক্ত সাব্বির, সাগর ও আছমা বেগম একই বাড়িতে থাকতেন। অভিযোগ সূত্রে জানা যায়, ১১ জুলাই বিকেলে ভুক্তভোগী নারীর রুমে আগুন জ্বালানোর গ্যাসলাইটের বাহানায় ঘরে ডুকে যায় সাব্বির । সেসময় কি রান্না হয়েছে জানতে চান সাব্বির। একপর্যায়ে বাহির থেকে সাগর দরজা বন্ধ করে দিলে জোরপূর্বক ধর্ষণ করে সাব্বির। কিছুক্ষন পরে অভিযুক্ত সাব্বির দরজা খোলার জন্য শব্দ করলে সাগর দরজা খুলে দেন। বিকেলে ওই নারীর স্বামী কাজে থেকে বাসায় ফিরলে স্ত্রী ঘটনাটি জানান। পরে স্ত্রীসহ বিষয়টি আছমা বেগমকে জানালে তিনি খারাপ আচরণ করে। ওইদিন রাত ১১ টার সময়ে স্বামী-স্ত্রী দুজনকে মারধর করে অভিযুক্তরা। এসময় সাব্বিরের সাথে ভুক্তভোগী নারীকে বিয়ে দেওয়ার হুমকি দেন তারা। আশুলিয়া থানার এসআই সুব্রত জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিসে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের আটকে চেষ্টা অব্যাহত রয়েছে।