মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি আবারোও করোনা পজিটিভ হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ৪ ই জুলাই রোজ রবিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাঠানো উপহার "দরিদ্র অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা নগদ অর্থবিতরণ করতে লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে যান তিনি।
ঢাকায় ফিরে এসে তাঁর করোনা উপস্বর্গ দেখা দিলে ৬ ই জুলাই রোজ মঙ্গলবার জাতীয় সংসদ মেডিকেল সেন্টারে তিনি নমুনা পরীক্ষা করতে দেন,
পরদিন ৭ই জুলাই বুধবার বিকেল ৪ টায় রিপোর্ট পজিটিভ আসে।
আওয়ামী লীগ সরকার জনকল্যাণমুখী সরকার, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আওয়ামীলীগ মানুষের পাশে রয়েছে। মহামারী করোনায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ, সংসদসদস্য বৃন্দ এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ মানুষের পাশে আছে এবং সেবা করে যাচ্ছে।
এই সেবার ব্রত নিয়ে তিনিও কাজ করে যাচ্ছেন নির্বাচনী এলাকায় নিয়মিত।
তিনি দেশবাসীর কাছে সুস্হতার জন্য দোয়া চেয়েছেন ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭