সমুদ্রের মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলছে।মেক্সিকো উপসাগরের সেই আগুন নেভানোর চেষ্টা করছে বেশ কয়েকটি ছোট ছোট জাহাজ।
পাঁচ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পেমেক্স।
এ রকম একটি ভিডিও শুক্রবার থেকে ছড়িয়ে পড়েছে সামাজিক যেগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফরমে। নীলচে পানির ওপর কমলা রঙের আগুনের দৃশ্য এখন নেটমাধ্যমে ভাইরাল। খবর এ.জেদ নিউজ।
মেক্সিকো উপসাগরে ইউকাটান উপদ্বীপ এলাকার কাছেই শুক্রবার ওই আগুন লেগেছিল। দেশটির জাতীয় তেল উত্তোলন সংস্থা পেমেক্স জানিয়েছে, সমুদ্রের নিচে থাকা পাইপলাইনের গ্যাস লিক করে লেগেছিল ওই আগুন। পাঁচ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পেমেক্স।
সমুদ্রের তলায় থাকা এই পাইপলাইন দেশটির দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংযোগ করে বলে জানিয়েছে পেমেক্স। যদিও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ অগ্নিকাণ্ডের ফলে ওই প্রকল্পের কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছে তেল সংস্থাটি। তবে কেন এই আগুন লাগল তা নিয়ে তদন্ত চলছে।