ঢাকারবিবার , ৪ জুলাই ২০২১

ধামরাইয়ে নিখোঁজ যুবকের লাশ মিললো পরিত্যক্ত ডোবায়


জুলাই ৪, ২০২১ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ধামরাইয়ে নিখোঁজের নয়দিন পর আরিফ হোসেন (৩২) নামে এক যুবকের লাশ পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জুলাই) বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডের মুন্নু কার্টুন ফ্যাক্টরির সাথে পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করা হয়। নিহত আরিফ হোসেন ধামরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছয়বাড়িয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ হোসেন পেশায় ট্রাক চালক। ২৫ জুন থেকে নিখোঁজ ছিলো। আরিফের বাবা খোঁজাখুঁজির পরও কোন সন্ধান না পেয়ে জিডি করেন। আজ বিকেলে আরিফের লাশ উদ্ধার করা হয়। আরিফের বাবা আব্দুল কাদের বলেন, গত শুক্রবার বাড়ীগাঁও এলাকার মো. মানিক নামে এক যুবক আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে আমার ছেলেকে আর খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাইদ বলেন, আরিফ দীর্ঘদিন ধরে নেশার সাথে জড়িত ছিলো। আমি অনেক চেষ্টা করেছি এলাকা থেকে নেশা দূর করার জন্য। কিন্তু যারা নেশার সাথে জড়িত তারা তাদের পরিবারের কথাও রাখে না। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।