ঢাকাশনিবার , ৫ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

আর্মেনীয় মাইনে নিহত ২৭ আজারবাইজানি


জুন ৫, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

প্রায় তিন দশক দখল রাখা নাগরনো-কারাবাখে আর্মেনিয়ার ফেলে যাওয়া মাইন বিস্ফোরণে অন্তত ২৭ জন আজারবাইজানি নিহত হয়েছেন। শুক্রবার আজারবাইজানের প্রসিকিউটর জেনারেলের দফতর এক বিবৃতিতে এই তথ্য জানায়।

গত বছরের নভেম্বরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পর নাগরনো-কারাবাখ ও আর্মেনিয়ার দখলে রাখা ভূমি আজারবাইজানের নিয়ন্ত্রণে আসে।

বিবৃতিতে বলা হয়, নভেম্বর থেকে দখলমুক্ত করা ভূমিতে আর্মেনিয়ার ফেলে যাওয়া মাইন বিস্ফোরণে সাত সৈন্যসহ মোট ২৭ আজারবাইজানি নাগরিক নিহত হয়েছেন। অপরদিকে মাইন বিস্ফোরণে ৮৬ সৈন্য ও ২৯ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।