রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল মেহেদী হাসান রানা নামের এক তরুণের। সোমবার রাত পৌনে ৮টায় মালিবাগ চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (১৪ জুন) রাতেই মেহেদী হাসানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মেহেদীর গ্রামের বাড়ি খুলনায়। তার বাবার নাম আনিসুর রহমান।
মেহেদী হাসান রানার মৃত্যুর ঘটনায় দুটি বাস জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালকেরা পালিয়ে গেছেন।
হাতিরঝিল থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, তুরাগ পরিবহনের একটি বাসের যাত্রী ছিলেন মেহেদী হাসান। তার মাথা বাসের কিছুটা বাইরে ছিল। আকাশ পরিবহনের একটি বাস পেছন থেকে দ্রুতগতিতে এসে মেহেদীর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।