ঢাকামঙ্গলবার , ১ জুন ২০২১
আজকের সর্বশেষ খবর

সকালের বৃষ্টিতে ঢাকা পানিতে সয়লাব


জুন ১, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

মাহফুজুল হক: রাজধানী ঢাকায় সোমবার গভীর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় মুষলধারে বৃষ্টি হয়। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার অনেক সড়ক।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড কর হয়েছে।

এ সময় ময়মনসিংহে ৪৮ মিলিমিটার, নেত্রকোণায় ৩৬ মিলিমিটার, টাঙ্গাইলে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির খবর এসেছে আরও অন্তত ১৫টি জেলা থেকে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দেশের সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নেত্রকোণায় হয়েছে ৯৭ মিলিমিটার।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, পুবালী ও পশ্চিমা লঘুচাপের মিলনে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। সকাল থেকে দমকা বাতাসসহ বজ্রবৃষ্টি চলছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।