রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ নিয়ে আটজন এবং উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন।
শনিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা: সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি জানান, মৃতদের মধ্যে করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জের চারজন ও রাজশাহীর ৯ জন, নওগাঁর দুজন ও নাটোরের দুজন রয়েছেন।
এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছেই।
শয্যার তুলনায় হাসপাতালে অতিরিক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৭৪ জন। আক্রান্ত রোগীদের অধিকাংশ এসেছেন জেলা ও জেলার বাইরের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। তাদের চিকিৎসা অতিরিক্ত বেডে রেখে সিলিন্ডার অক্সিজেন সরবরাহের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লেও কিছুটা কমেছে সংক্রমণের হার।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪২৯টি নমুনা সংগ্রহ করা হয়েছ যাদের মধ্য ১৪৮ জন করোনা পজিটিভ হয়েছেন, যা ৩৪ দশমিক ৪৯ শতাংশ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭