ঢাকাশনিবার , ১২ জুন ২০২১
আজকের সর্বশেষ খবর

মানিকগঞ্জে ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ ঝড়ে পড়লো


জুন ১২, ২০২১ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

শনিবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক নিজেও আহত হয়েছেন।

আরোহীরা হলেন- শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ পাচুরিয়া (ইন্তাজগঞ্জ বাজার) গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল আলীম (২৬) ও কান্দা শাকরাইল গ্রামের দীনেশ হালদারের ছেলে দীপক হালদার (২৫)।

গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় মোটরসাইকেল ও অ্যাম্বলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাইকের দুই আরোহী।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।