অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে আশুলিয়ার জামগড়া এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিপাত হলেই পানি বের হতে না পারায় দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ জনগণকে।
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের জামগড়া, শিমুলতলা ও ইউনিক এলাকায় আজ সরেজমিনে ঘুরে এমন ভোগান্তির চিত্র দেখা গেছে।
রাস্তার মাঝে মাঝে খালে-খন্দে ভরাতে পানিতে তা চোখে না দেখায় ছোট খাটো দূর্ঘটনার ও দৃশ্য চোখে পড়েছে।
এ অঞ্চলের এমন দূর্দশা নিরসনে খুব শীঘ্রই সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭