পদ্মায় নিখোঁজ চীনা প্রকৌশলীর লাশ মেলেনি
নির্মাণাধীন পদ্মা সেতুর বিদ্যুতের টাওয়ার নির্মাণ করতে গিয়ে নদীতে নিখোঁজ চীনা প্রকৌশলী জিহাওয়ের (২৫) লাশ পাওয়া যায়নি। মঙ্গলবার (২২ জুন) রাত ৮টার দিকে শিমুলিয়ার ৩ নং ঘাটের কাছে পদ্মা নদীতে নির্মাণাধীন বিদ্যুতের খুঁটি ‘টি-১৩’ থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, আমরা সন্ধান অব্যাহত রেখেছি। আমাদের সঙ্গে মুন্সিগঞ্জ ও শ্রীনগর ফায়ার সার্ভিস যোগদান করেছে।
তিনি আরও বলেন, প্রকৌশলী নিখোঁজের খবর পেয়ে রাত সাড়ে ৯টায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে নৌ-পুলিশের সদস্যরা। রাতের শিফটে কাজ করার জন্য পদ্মা সেতুতে এসেছিলেন নিখোঁজ ওই প্রকৌশলী। এরপর খুঁটি থেকে নদীতে পড়ে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ দেওয়ান মো. আজাদ হোসেন বলেন, আমি ডুবুরি দল নিয়ে ভোর সাড়ে ৫টা থেকে পদ্মা নদীতে নিখোঁজের লাশ খুঁজছি। এখনো লাশ উদ্ধার হয়নি। আমার ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পিএসপিআর/মাহফুজ
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭