ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো টু বিশমাইল সড়কটি খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। হাজার হাজার শ্রমিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আব্দুল্লাহপুর থেকে বাইপাস রোড হিসাবে সাভার ও নবীনগরের রোডে সহজে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করা এই সড়কটির বেশ কিছু চিহ্নিত স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে একটু বৃষ্টিপাত হলেই সড়কটির ভাঙ্গা স্থানে তলিয়ে থাকে। পরে মালবাহী গাড়ি চলাচলের সময় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা।
এ বিষয়ে এক রাজনীতিবিদ বলেন, সড়কটি মেরামতের জন্য কয়েকবার বাজেট এলেও তা বাস্তবায়নের আগেই উদাও হয়ে যায়।
তবে, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সড়কটি সংষ্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কড়া প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তার প্রতিফলন দেখা যায় না বলে ও জানান স্থানীয় এক আওয়ামীলীগ নেতা।
উল্লেখ্য, আশুলিয়ার জিরাবো বিশমাইল সড়কটি দ্রুত সংষ্কার করে জনভোগান্তী নিরসনের জন্য সংশ্লিষ্ট মহলের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।