ইরাকের উত্তরে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী তাদের অভিযান জোরদার করেছেন। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের উৎখাতের নামে ওই অভিযান চালাচ্ছে।
অভিযানের অংশ হিসেবে তুর্কি সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে একটি গাড়ির উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং তাতে চার ব্যক্তি নিহত হয়। কুর্দিস্তানের সুলায়মানিয়া প্রদেশের আলশো এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় মেয়রের উদ্ধৃতি দিয়ে কুর্দি ভাষার টেলিভিশন চ্যানেল রুদাও জানিয়েছে, কানি লান এবং দেগা অঞ্চলের মধ্যবর্তী একটি গ্রামে এই হামলা হয়। ডহুক প্রদেশের আমেদি এলাকায়ও তুর্কি সামরিক বাহিনী এবং পিকেকে গেরিলাদের মধ্যে সংঘর্ষ জোরদার হয়েছে বলে টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে। চ্যানেলের খবরে বলা হয়েছে, তুরস্কের হেলিকপ্টার-গানশিপ থেকে ওই এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭