ঢাকাসোমবার , ৭ জুন ২০২১
আজকের সর্বশেষ খবর

জিয়ার ৪০ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত


জুন ৭, ২০২১ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

সোমবার বিকাল ৪.০০ ঘটিকার সময় বিএনপি কার্যালয় থেকে জিয়াউর রহমান এর ৪০ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ভার্চুয়াল আলোচনা সভা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লুৎফর রহমান কাজল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জনাব নাদীম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিঞা, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, সাইফুল ইসলাম রাসেদ, কাজী মামুনু উল হুদা, তারিকুল ইসলাম মধু, কবির উদ্দিন মাষ্টার, সাইদুল ইসলাম টুলু, জহিরুল ইসলাম বাসার, কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন, মাহাবুব আলম সিকদার, জেলা নেতৃবৃন্দের মধ্যে কুমিল্লা উত্তর আহ্বায়ক লিয়াকত আলী খান, ফেনী জেলার আহ্বায়ক জহীর চৌধুরী, চাঁদপুর জেলার সভাপতি গোলাম মোস্তফা, জামালপুর জেলার সভাপতি আবদুল হালিম, ময়মনসিংহ উত্তর জেলার আহ্বায়ক হয়রত আহম্মদ সাকিব, ময়মনসিংহ দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক উসমান গনী কুসুম, চট্রগ্রাম মহানগরের আহ্বায়ক হাজী নুরুল হক, সদস্য সচিব এ্যাড আবদুল আজিজ, কক্সবাজার জেলার সদস্য সচিব গোলাম মোস্তফা, সিলেট জেলার আহ্বায়ক একেএম তারেক কালাম, সুনামগঞ্জের আহ্বায়ক এ্যাড মুদ্দত আহম্মেদ, পটুয়াখালী জেলার আহ্বায়ক ভিপি শাহীন, ফিরোজপুর জেলার আহ্বায়ক তরিকুল ইসলাম নজিবুল, যশোর জেলার আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, ঝিনাইদহ জেলার আহ্বায়ক মোস্তাফিজ রহমান খোকন, লালমনিরহাট জেলার সভাপতি বুলু, নিলফামারী জেলার সদস্য সচিব আজিজুল ইসলাম, বগুড়া জেলার আহ্বায়ক মইনুল হক বকুল, নরসিংদী জেলার সভাপতি মিলন ও ঢাকা জেলার সদস্য সচিব মিজানুর রহমান মিজু প্রমুখ নেতৃবৃন্দ।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রায় প্রত্যেকটি ইউনিট এই ভার্চুয়াল আলোচনা সভা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন কে.এ.বি. টিভি লন্ডন।কারিগরি দিক নিয়ন্ত্রণ করেন কবির আহম্মদ বাহার ও মাহফুজুল হক।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।