ঢাকারবিবার , ২০ জুন ২০২১

আশুলিয়ায় শাহীন পালোয়ান নামের এক আওয়ামিলীগ নেতা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার


জুন ২০, ২০২১ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিন পালোয়ান’কে বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশের চৌকস টিম।

শনিবার (১৯ জুন) দিবাগত রাত ১২ টার দিকে আশুলিয়ার পালোয়ানপাড়া এলাকায় এস আই সুদীপ কুমার গোপ, এস আই আসয়াদুর নামের রহমান ও এস আই এমদাদুল হক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ঘর তল্লাশী করে পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার শাহিন পালোয়ান আশুলিয়ার পালোয়ানপাড়ার বিল্লাল পালোয়ানের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় চাঁদাবাজির মামলা আছে। এছাড়া ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ রয়েছে।

আশুলিয়ায় থানার এস আই এমদাদুর হোসেন ভোরের খবর কে জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহিন পালোয়ানের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে ঘরের গোপন স্থান থেকে তিন রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এর আগে গত (০৬ জুন) রোববার দাবিকৃত চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে লক্ষ্য করে গুলি ও মারধরের ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মামলা দায়ের করেন ফিরোজা এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার বেলাল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।