ঢাকাশনিবার , ৮ মে ২০২১

কদমতলি থানা মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার


মে ৮, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

শনিবার, মে ৮, ২০২১ খৃষ্টাব্দ বিকাল ৫.০০ টায় ঢাকা মহানগরের কদমতলি থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আবদুর রহিম।

আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদীম চৌধুরী, ওমর ফারুক পাটোয়ারী, হাবিবুল হক হাবিব, শাহঅলম, লোকমান হোসেন হাওলাদার, কাজী মামুনুল হুদা, কবির উদ্দিন মাষ্টার ও সাইদুল ইসলাম টুলু প্রমুখ নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন কদমতলী থানার সভাপতি গোলাম কিবরিয়া মাঝি।

সভা শেষে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া করা হয় এবং উপস্থিতদের মধ্যে ইফতারি বিতরন করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।