সকাল ১১.০০ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জাতীয়তাবাদী প্রজন্ম’ ৭১, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড আবদুস সালাম আজাদ ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, জহিরুল ইসলাম বাসার, কেন্দ্রীয় নেতা এ্যাড মনির হোসেন মারুফ ও ছাত্রদল নেত্রী রাহেলা মঞ্জুর।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডালি আমিনুল ইসলাম রিপন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কারী রফিকুল ইসলাম।