ঢাকারবিবার , ৯ মে ২০২১
আজকের সর্বশেষ খবর

বিজিবি মোতায়েন, তবুও ঘরমুখো মানুষের ঢল অব্যাহত


মে ৯, ২০২১ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাটে জনস্রোত নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবুও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের ঢল। বরং রোববার সকাল থেকে এই চাপ আগের দিনের তুলনায় আরো বেড়েছে।

রোববার সকাল ৯টা পর্যন্ত হাজার হাজার যাত্রীকে পদ্মা পার হওয়ার জন্য মাওয়া ঘাটে অপেক্ষারত দেখা গেছে। যাত্রীদের চাপ সামলাতে না পেরে ঘাট থেকে ফেরিগুলো সরিয়ে মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে।

অপর দিকে রোববার ঘাটে বিজিবি মোতায়েন করা হয়। ভোর থেকেই পুলিশের সাথে তারা মাওয়া ঘাট ও পদ্মা সেতুর টোল প্লাজার কাছে অবস্থান নিয়ে ঘরমুখো মানুষের স্রোত নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু যে সংখ্যক মানুষ ঘাটে আসছে তা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে তাদের পক্ষে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।