মালিতে সামরিক অভ্যুত্থানের প্রেক্ষিতে মার্কিন নাগরিকদের জন্য সেদেশে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মালির রাজধানী বামাকো’তে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেয়া হয়েছে, যা তাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বামাকোতে ক্রমবর্ধমান হারে সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ার খবর পেয়েছে মার্কিন দূতাবাস।
এ অবস্থায় ওই শহরের ভিতরে অত্যাবশ্যক নয় এমন চলাচল এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের উৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে স্থানীয় মিডিয়ায় প্রকাশিত আপডেট খবর অনুসরণ করতে বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে- যদি কোথাও বড় সমাবেশ বা প্রতিবাদ বিক্ষোভ দেখা যায়, তাহলে সেখানে সতর্কতা অবলম্বন করতে হবে।
বিক্ষোভের ভিতর দিয়ে বা অবরুদ্ধ সড়কে গাড়ি না চালাতে বলা হয়েছে। মালিতে অবস্থানকালীন সতর্কতা অব্যাহত রাখতে বলা হয়েছে।
নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে বলা হয়েছে। এ ছাড়া নিজের উপস্থিতি কম দেখাতে উৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে, আপনার চারপাশের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকবেন।