সাগর আহম্মেদ
করোনায় বিপর্যস্ত ভারতে এবার ঘূর্ণিঝড় হানা দিয়েছে। রোববার দেশটির উত্তর-পশ্চিম ও দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় টাউটি।
এরই মধ্যে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, গোয়া এবং গুজরাটে চলছে ঝড় এবং ভারী বৃষ্টিপাত। বিভিন্ন স্থানে ভূমিধসের খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। কেরালা এবং কর্ণাটকে প্রাণ গেছে ৬ জনের। কর্ণাটকের ছয় জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২ শতাধিক ঘরবাড়ি। ৩ রাজ্যের অন্তত ২০ জেলায় আকস্মিক বন্যায় ডুবে গেছে সড়ক ও আবাসিক এলাকা।
এদিকে, গুজরাটে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের পক্ষ থেকে ৫০টি কমিটি করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে। বন্ধ রাখা হয়েছে রেল ও বিমান চলাচল। মোতায়েন করা হয়েছে সিআরপিএফ সদস্যদের। রাজ্যগুলোর উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে সাধারণ মানুষদের। তবে করোনার কারণে দেখা দিয়েছে চরম সংকট। আশ্রয়কেন্দ্রগুলোয় চাপাচাপি করে রাখা হচ্ছে তাদের।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭