সাগর আহম্মেদ
একদিকে করেনা সংক্রমণ অন্যদিকে ঈদুল ফিতর! সবমিলিয়ে বিভিন্ন ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষেরা।দূরপাল্লার যানবাহন না থাকায় জীবনবাজি রেখে রাস্তায় নামছেন সাধারণ মানুষ।
ঈদকে সামনে রেখে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ। যানবাহন সঙ্কট, বাড়তি ভাড়া, পথের ভোগান্তি, করোনা ভয় সব কিছু ছাপিয়ে মানুষের স্রোত এখন গ্রামমুখী।
আজ রোববার (৯ মে) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাস, মিনিবাস বিভিন্ন যানবাহনে চড়ে ভেঙে ভেঙে ঝুঁকি নিয়ে ভোগান্তি মাথায় গন্তব্যে যাচ্ছেন তারা।
গাজীপুরের চন্দ্রা মোড় এলাকায় বিভিন্ন স্থান থেকে লোকজন এসে জড়ো হচ্ছেন। তারপর এখান থেকে ঈদে ঘরমুখো মানুষ তাদের গন্তব্যে যাচ্ছেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।