ঢাকাবৃহস্পতিবার , ৬ মে ২০২১
আজকের সর্বশেষ খবর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত


মে ৬, ২০২১ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

সাগর আহম্মেদ

চালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারী যাত্রী নিহত হয়েছেন এবং অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার গাজীপুরের তেলিয়াপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সালনা থেকে ব্যাটারি চালিত অটোরিকশাটি দুইজন নারী যাত্রী নিয়ে মহাসড়কের উল্টো পথে আসার সময় মিনিবাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, আহত চালককে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত দুই নারীকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।