নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের গরিবদের রক্ত চুষে নিজেদের ব্যক্তিগত খুটি শক্তিশালী করছে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।অসহায় গরিবের সরকারী অনুদানের আর্থিক সাহায্যের বিভিন্ন ভাতাসূমহের নামে হাতিয়ে নিচ্ছে গড়ে মোটা অংকের টাকা।
সাধারণত গরিবের চালের কার্ড যেটা গরিব মানুুুষেরা বিনা মূল্যে পাবে সেখানে প্রত্যেক কার্ড ভোগির কাছ থেকে নেয়া হচ্ছে ৩০০টাকা। এবং জনসাধারণকে ভোগতে হচ্ছে নানা ভোগান্তিতে।
গোবিন্দগঞ্জ সমাজসেবা অফিস থেকে ত্রাণের বিনিময়ে টাকা নেওয়ায় এক সচেতন নাগরিক বিষয়টি গোবিন্দগঞ্জ সমাজসেবা একজন সিনিয়র অফিসারকে ২৪/০৩/২০২১তারিখে অবগত করেন। তবুও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদে চালের কার্ড করতে ছার দেয়া হয়নি মাথাপিছু ৩০০ টাকার বোঝা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭