ঢাকায় মোদির আগমনের বিরোধিতা করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ যাত্রাবাড়ীর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এ খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
পুলিশ জানায়, ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার প্রতিবাদে আজ সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী মাদ্রাসার সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। এর ফলে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।