ঢাকাসোমবার , ১৫ মার্চ ২০২১
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর ফরাহ নাছের


মার্চ ১৫, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতাঃ  বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া আবু ফরাহ মো. নাছের ডেপুটি গভর্নর (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে ডিজি পদে নিয়োগ দেয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

জানা গেছে, ফরাহ নাছের কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। তার আগে বাংলাদেশ ব্যাংকে যোগ দেয়া ১০ জনের বেশি নির্বাহী পরিচালক এখনো চাকরিতে বহাল আছেন। তবে ফরাহ নাছের বেশি বয়সে বাংলাদেশ ব্যাংকে যোগ দেয়ার কারণে তার চাকরির মেয়াদ পূর্ণ হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে নীতি প্রণয়ন কৌশলে অগ্রণী ভূমিকা রাখেন ফরাহ নাছের।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।