ঢাকাবুধবার , ২৪ মার্চ ২০২১
আজকের সর্বশেষ খবর

মায়ানমারে নিরব ধর্মঘট চলছে


মার্চ ২৪, ২০২১ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিরাপত্তা রক্ষাকারীদের গুলিতে সাত বছরের একটি বালিকা মারা যাওয়ার পর আজ বুধবার মিয়ানমারে নীরব ধর্মঘট চলছে। ইয়াঙ্গুনের রাজপথে ফাঁকা। কোনো গাড়ি নেই। ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি। নিষ্প্রাণ এক শহরের রূপ ধারণ করেছে।

বুধবার কুব সকালে ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন জেল থেকে মুক্তি দেয়া হয়েছে বিক্ষোভ চলাকালে গ্রেপ্তার করা কয়েক শত বিক্ষোভকারীকে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বন্দিতে পরিপূর্ণ কয়েকটি বাসে করে এসব বন্দিকে জেল থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে বন্দিদের কয়েকজন আইনজীবীও ছিলেন।

তবে কত সংখ্যক বন্দিকে মুক্তি দেয়া হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি সামরিক জান্তা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরো বলা হয়েছে, সামরিক জান্তার শিকারে পরিণত হয়ে মঙ্গলবার নিহত হয়েছে সাত বছর বয়সী একটি কন্যা শিশু। এ ঘটনায় গণতন্ত্রপন্থিরা বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন এবং মোন রাজ্যের থাহটানে রাতে মোমবাতি প্রজ্বলন করেছেন।

এর আগে মান্দালয়ে নিরাপত্তা রক্ষাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাতে বাড়িতে থাকা ওই শিশুটি বুলেটবিদ্ধ হয়ে মারা যায় মঙ্গলবার। নিহত শিশুটির এক বোন মিয়ানমার নাউ’কে বলেছেন, সেনাবাহিনী তার পিতাকে গুলি করেছিল। কিন্তু সেই গুলি গিয়ে আঘাত করে ওই শিশুটিকে। এদিন ওই এলাকায় আরো দু’জনকে হত্যা করা হয়েছে। এসব ইস্যুতে সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। এখন অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের ধরন পাল্টেছে। বিক্ষোভকারীরা নীরব ধর্মঘটের দিকে অগ্রসর হয়েছে।

নোবেল অং নামে একজন অধিকারকর্মী বলেছেন, বাইরে যাওয়া নেই। কোনো কেনাকাটা নেই। কোনো কাজ নেই। সব বন্ধ থাকবে। এটা শুধু একদিনের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট এবং মিডিয়ার রিপোর্টে ইঙ্গিত মিলেছে যে, বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান এবং ওষুধের দোকান পর্যন্ত বন্ধ থাকছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।