জামাল কাড়ালঃ
বরিশাল প্রতিনিধি।
বরিশালে বিপুল পরিমাণে ইয়াবাসহ দুই মাদক ব্যবসাহীকে গ্রেপ্তার করেছে বিএমপি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে, ০৮ মার্চ ২০২১ খ্রিঃ বিকেল সাড়ে চার ঘটিকায়, বিএমপি কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে, ওসি আজিমুল করিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছগির হোসেন,এসআই মিরাজ মোল্লা, এসআই গোবিন্দ, এএসআই সাইফুল-১, এএসআই আঃ হালিম, এএসআই আবুল কালাম, এএসআই জসিম, এএসআই জসিম উদ্দিন সহ সংগীয় অফিসারবৃন্দ
কাউনিয়া ব্রাঞ্চ রোডস্থ জনৈক ফরিদ আলমের ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায়, কাউনিয়া থানাধীন ব্রাঞ্চ রোডস্থ ভাড়াটিয়া বাকেরগঞ্জ থানাধীন কালীগঞ্জের মৃতঃ কামাল হাওলাদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী এ সময় রাসেলের হাওলাদার (২৪) ও কাউনিয়া থানাধীন সুন্নিয়া মসজিদ এলাকার লিটন হাওলাদারের ছেলে তানভীর হাওলাদার ওরফে নবীন হাওলাদার (২২) কে ১৩শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড উত্তর) জনাব মোঃ জাকির হোসেন পিপিএম এর সভাপতিত্বে এসংক্রান্ত রাত সাড়ে ৮ ঘটিকায় কাউনিয়া থানা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা বিএমপি মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ আজিমুল করিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ইলেকট্রনিকস, প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ ।
এ সংক্রান্তে, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।